ভালবাসা ভাল বাসা খোঁজার যদি নাম
ভালবাসা তোমায় দেওয়া আমার যত দাম
তবে কেন আজ দূরত্বই পরিণাম??
অভিমানের আগুনে
আজ সবকিছু ছাই
এখন পথে ঘটে দেখা হলে
অচেনা হয়ে যাই
অবিশ্বাসের বিষে
আজ সব পুড়ে ছাই
তুই বল ভালবাসা
আজ তোকে কিভাবে বাঁচাই
আমি বোকাছিলাম বলে ঠকিনি
আমি তোকে বিশ্বাস করেছিলাম বলেই ঠকেছিলাম
ভালবাসা আমি শীতের বাতাসে
ঝরে পড়া পাতা
ভালবাসা আজ আমি তোর
হারিয়ে ফেলা কবিতার খাতা
আমার হৃদয় ভেঙেছিল
আমারই একটা ভুলে
নিজের অজান্তে আমি হৃদয় দিয়েছিলাম
তোমার হাতে তুলে।
অকারণ মনকেমন বারন
তবুও মনকেমন করে কেন
জানে না মন
আমার চোখের সব কান্না
তোমার দেওয়া উপহার
তোর ওই ঠোঁটের হাসি
আজও বাঁচার ঠিকানা আমার…